মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

 

ভারতে গরু আনতে যাওয়ার সময় বিএসএফর হাতে ধরা পড়ে নির্যাতনে নিহত!

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছে বলে অভযোগ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার সময় তার লাশ পুলিশ ও বিজিবি উদ্ধার করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে যুবকের চাচা ইউনুচ আলী দাবি করেছেন।

নিহত জাহাঙ্গীর হোসেন ঝিনাইদহ মহেশপুরের কাঞ্চনপুর গ্রামের মিরজান আলীর ছেলে। জাহাঙ্গীরের লাশ উদ্ধারের সময় ইউনুচ আলী জানান, গত রোববার রাতে জাহাঙ্গীর হোসেন (৩২) বাঘাডাঙ্গা সীমান্তের ৪৭নং মেন পিলার পার হয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে বেদম মারপিট করে ৪৭ নম্বর মেন পিলারের কাছে ফেলে রেখে যায়। সকালে লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে দত্তনগর ফাঁড়ির এস.আই রইচ উদ্দীন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে নেয়। তবে বিএসএসফ সদস্যরা জাহাঙ্গীরকে মেরেছে কি-না তার সঠিক তথ্য বিজিবি দিতে পারেনি।