মহেশপুরের পল্লিতে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর : লুটপাট অগ্নিসংযোগ

 

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার পল্লিতে এক প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী যাদবপুর ইউনিয়নের পোড়াদাহ গ্রামের মৃত আবু তালেব মণ্ডলের ছেলে ইমান আলীর বাড়িতে। এসময় ইমান আলীর মা বৃদ্ধা মেহেরুননেছাকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এছাড়া রানা নামে একজনকে পিটিয়ে জখম করে। পরে সকাল ১০টার দিকে পুলিশ একই গ্রামের জুড়ান মল্লিক ও মৃত আউয়ুব হোসেনের ছেলে বাবুল হোসেনের বাড়ি তল্লাশি করে বৃদ্ধাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এসময় তাদের বাড়ি থেকে গরু ও ছাগলসহ বাড়ির আরো বেশ কিছু লুট হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।

যাদবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার লিয়াকত আলী জানান, সকাল ৬টার দিকে একই গ্রামের প্রতিপক্ষের দুর্বৃত্তরা দল বেধে এসে ইমানের বাড়িতে হামলা করে। ইমান আলী জানান, আমরা ভোরে সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। সকাল ৬টার দিকে গ্রামের চিহ্নিত কিছু লোক আমাদের বাড়িতে হামলা করে। সে সময় বাড়ির অনেকে ঘুমিয়ে ছিলো। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এসময় একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। বাড়ির জিনিসপত্র লুটপাট শুরু করে। এরপর তারা আমার বৃদ্ধা মাকে অপহরণ করে নিয়ে যায়। মহেশপুর থানার ওসি শাহাজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।