মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০১৪ উদযাপন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়াম মাঠে ওই কুচকাওয়াজ মহড়া শুরু হয়। মহড়ায় স্কুল-মাদরাসা, কলেজ, স্কাউট, হলদে পাখি, ফায়ার সার্ভিস, পুলিশ বাহিনী, ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ চুয়াডাঙ্গা জেলা শহরের ৭২টি প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করে। কুচকাওয়াজ মড়হাটি সার্বক্ষণিকভাবে মাঠে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহাবুব। এ সময় উপস্থিত ছিলেন- এনডিসি মুনিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম শামসুজ্জামান, জেসমিন নাহার, সাব্বির রাহমান সানি, তরিকুল ইসলাম, জেলা তর্থ্য কর্মকর্তা মশিউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডুসহ কুচকাওয়াজ পরিচালনা উপকমিটির সদস্যবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহাবুব বলেন, আগামী ১৬ ডিসেম্বর সকাল সোয়া ৭টার মধ্যে সকল দলকে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে নির্ধারিত নিজ নিজ অবস্থান নিশ্চিত করতে হবে। এরপর পরই মহান বিজয় দিবস-২০১৪ উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তবে যে সকল দল বা প্রতিষ্ঠান মহড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি তারা ১৬ ডিসেম্বরের মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে না।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় মহান বিজয় দিবসের প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মহড়াটি অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার দামুড়হুদা মডেল থানার এসআই মহাব্বত আলীর নেতৃত্বে দামুড়হুদা থানা পুলিশ, আনসার ও ভিডিপি, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউটস, দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুল, পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ, ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, ডিএস দাখিল মাদরাসা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর প্রাথমিক বিদ্যালয়, নাপিতখালী প্রাথমিক বিদ্যালয়, দশমী বালক প্রাথমিক বিদ্যালয়, কানন বিদ্যাপীঠ, রোজ কিন্ডারগার্টেন, ক্যামব্রিয়ান প্রি-ক্যাডেট স্কুল, বেবী কেয়ার হোমস, হাউলী প্রাথমিক বিদ্যালয়, দেউলী প্রাথমিক বিদ্যালয়, দশমী বালিকা বিদ্যালয় ও ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের ছাত্রছাত্রীরা প্রস্তুতি মহড়ায় অংশ নেয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান মাঠে উপস্থিত থেকে মহড়াটি পরিদর্শন করেন।