মন্ত্রী-এমপিদের ভুয়া ডিও লেটারসহ ভুয়া সচিব আলমডাঙ্গার রুবেল গ্রেফতার

কুষ্টিয়া জেলা শহরের পেঁয়ারাতলার চন্দ্রনালয় ছাত্রমেসে গোয়েন্দা পুলিশে অভিযান

কেএ মান্নান: সরকারের সকল মান্যবর মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের ডিও লেটার, স্ট্যাম্প, সিল, মুক্তিযোদ্ধা সনদ ও একাধিক জাতীয় পরিচয়পত্রসহ চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের রুবেল ওরফে আজমকে (২৮) গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শহরের পেয়ারাতলা চন্দ্রনালয় মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিও লেটারধারী প্রতারক-কথিত সচিব রুবেল ওরফে আজমকে ডিবি কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদ চলছিলো। মামলার প্রক্রিয়া শেষে আজ কুষ্টিয়া জেলা আদালতে তাকে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মোল্লা আবুল বাশারের ছেলে প্রতারকচক্রের হোতা এমপি-মন্ত্রীদের একান্ত সহকারী কথিত সচিব রুবেল ওরফে আজম (২৮)। কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর মুরাদ জানান, সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের মন্ত্রী মুন্নুজান সুফিয়ান তথা ভূমিমন্ত্রী কামাল আহমেদসহ সকল মন্ত্রী-প্রতিমন্ত্রী, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুব-উল-আলম হানিফসহ সকল এমপির ডিও লেটার, প্রদর্শনপূর্বক জনৈক যুবক পেয়ারাতলা সংলগ্ন পৌর গোরস্তানের পেছনে চন্দ্রনালয় মেসে অবস্থান করে চালায় অভিনব কায়দায় লাখ লাখ টাকার প্রতারণা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে ওসি ডিবি ইন্সপেক্টর মুরাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযানে নেমে গ্রেফতার করে সচিব পরিচয়ধারী রুবেল ওরফে আজমকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সকল এমপি-মন্ত্রীর ভুয়া ডিও লেটার, রাবার স্ট্যাম্প-সিল, তার পিতার নামে করা ৫টি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তার নিজের নামে বিভিন্ন ইউনিয়ন থেকে নেয়া অন্তত ৮টি জন্মনিবন্ধন কার্ড। ডিবি পুলিশ আরো জানায়, সে যে মেসে ইসলামী বিশ্ববিদ্যালযে পড়ুয়া রাষ্ট্রবিজ্ঞান সম্মান পড়ুয়া ছাত্র দাবি করে ছাত্রাবাসে বসেই কথিত সচিব পরিচয়ে প্রতারণা করে আসছিলো। তার প্রতারণায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ কর্মচারী ও বেকার যুবক ও সুবিধালোভীরা সরকারি সুবিধা পাওয়ার আশায় হারিয়েছে লাখ লাখ টাকা।