মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ছে না : সিইসি

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, তফশিল ঘোষণার সময় মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ জানানো হয়েছিলো। তখনই বলা হয়েছিলো, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২ ডিসেম্বর (সোমবার)। তাই মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা অপরিবর্তিত থাকবে।’

রাজনৈতিক সমঝোতার ব্যাপারে সিইসি বলেন, রাজনৈতিক সমঝোতা হোক এটা সবাই চায়। কমিশন সমঝোতায় গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ জন্য আমরা কোনো দলের কাছেই সমঝোতার জন্য যাইনি। গেলে প্রশ্ন উঠতো আমরা এ দল বা সে দলের পক্ষ নিচ্ছি। সমঝোতার আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, দু দলেই অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন। তারা দেশের স্বার্থে একটা ঐক্যমতে পৌঁছাবেন বলে আশা করা যায়।