মক্কায় আরও দু বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে গতকাল মঙ্গলবার আরও দু বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এরা হলেন- চট্টগ্রামের জাফর আহমেদ (৬১) এবং পাবনার জীবন উদ্দিন প্রামাণিক (৬৬)। আর এ পর্যন্ত এ বছর হজে গিয়ে ১৫ বাংলাদেশি মারা গেছেন। এছাড়া এখনও সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২৩ বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, হজের উদ্দেশে এ বছর গতকাল মঙ্গলবার পর্যন্ত ৬১ হাজার বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। আর মঙ্গলবার হাজিদের বিরাট একটি অংশ মদিনার উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে ৪০ ওয়াক্ত নামাজ আদায়ের পর হজের মূল কাজের জন্য তারা মক্কায় ফিরবেন। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বর্তমানে মদিনায় তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে এ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ নেমে আসে। কিন্তু বাংলাদেশিরা এতো বেশি তাপমাত্রায় থাকতে অভ্যস্ত নয়। ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ হাজার বাংলাদেশি হজযাত্রী বাংলাদেশ হজ মিশনে চিকিৎসা নিয়েছেন। এদের বেশির ভাগই আবহাওয়াজনিত রোগে আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে আফ্রিকার কয়েক দেশের হাজিদের জন্য কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। কয়েকটি রোগের স্বাস্থ্য পরীক্ষা ছাড়া তাদের মক্কায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।