ভ্রাম্যমাণ আদালতে চুয়াডাঙ্গা নুরুল্লাপুর গ্রামের জুয়াড়ি শহিদুল ও হান্নানের জরিমানা

বেগমপুর প্রতিনিধি: তাস দিয়ে জুয়ো খেলার অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামের জুয়াড়ি শহিদুল ও হান্নানের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সাথে থাকা অপরজন বাদলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আদালত।

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের ফকর উদ্দীনের ছেলে হান্নানের বাড়ির সামনে একটি পরিত্যক্ত ঘরে প্রতিরাতেই তাস দিয়ে জুয়ো খেলার আসর বসে গ্রামবাসীর এমন অভিযোগ দীর্ঘদিনের। গত বুধবার রাত ১১টার দিকে প্রতিদিনের ন্যায় ওই ঘরে জুয়োর আসর বসলে তিতুদহ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাস এবং ৪৪০ টাকাসহ গ্রেফতার করেন গ্রামের নুর মোহাম্মদের ছেলে শহিদুল, আমির হোসেনের ছেলে বাদল ও ফকর উদ্ধীনের ছেলে হান্নানকে। রাতেই তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে তিতুদহ ক্যাম্প পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসে ভ্রাম্যমাণ আদালত। তাস দিয়ে জুয়োখেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান শহিদুল ও হান্নানকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। বাদলের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।