ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান : দম্পতিকে কারাদন্ড ও জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক মাদকব্যবসায়ী দম্পতিকে ছ’মাস কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা নির্বাহী ম্যাজিষ্টেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, গাংনী ৱ্যাব-৬’র কমান্ডার এএসপি তারেক জুবায়েরের নেতৃত্বে গতকাল আলমডাঙ্গার হাঁটুভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী দম্পতি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী হাজেরা খাতুনকে এক পুটুলি গাঁজাসহ গ্রেফতার করে। হাঁটুভাঙ্গা গ্রামের ফজলুল হকের ছেলে সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী হাজেরা খাতুন এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে নেয়া হয়। সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেনকে ছ’মাসের কারাদন্ডাদেশ দেন ও তার স্ত্রী হাজেরা খাতুনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।