ভ্যাপসা গরমে মাত্রাতিরিক্ত রুটি খেয়ে অসুস্থ দিনমজুরের মৃত্যু

চুয়াডাঙ্গার বেলগাছি মাঠে ভু্ট্টা কাটার কাজ করতে গিয়ে ঘটলো বিপত্তি

 

স্টাফ রিপোর্টার: ভ্যাপসা গরমে ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে মাত্রাতিরিক্ত রুটি খেয়ে শ্রমিক আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার বেলগাছি মাঠে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেয়ার ঘণ্টাখানেকের মাথায় তিনি মারা যান।

জানা গেছে, বেলগাছি দক্ষিণপাড়ার মোশারফ হোসেনের ছেলে আনোয়ার হোসেন দিনমজুর ছিলেন। তিনি গতকাল শনিবার নিজ গ্রামেরই এক ভুট্টাচাষির ক্ষেতে ভুট্টা কাটার কাজে যান। অন্য দিনমজুরদের সাথে কাজ করছিলেন। কাজের ফাঁকে দিনমজুররা খেতে বসেন। আনোয়ার হোসেন গুড় দিয়ে বেশ কয়েকটি রুটি খেয়ে নেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বমি শুরু করেন। তাকে দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। বেলা ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১টার দিকে মৃত্যু হয়।

এ মৃত্যুর বিষয়ে মন্তব্য করতে গিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা বলেন, রোগী আনোয়ার হোসেন আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। এরপর মাত্রাতিরিক্ত রুটি খাওয়ার পর ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হলেও শেষ পর্যন্ত আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি।