ভোর থেকে আখমাড়াই কার্যক্রম বন্ধ : সারিয়ে তুলতে কাটতে পারে রাত

কেরুজ চিনিকলের বয়লারের ত্রটি : দূর্ভোগ পোয়াচ্ছে মিলগেটের আখচাষিরা

দর্শনা অফিস: কেরুজ চিনিকলের ২০১৩-১৪ আখ মাড়াই মরসুম উদ্বোধন থেকেই শুরু হয়েছে ছোট-খাট যান্ত্রিক ত্রুটি। আখমাড়াই কার্যক্রম বন্ধ হয়েছে একাধিকবার। অল্প সময়ে তা কাটিয়ে তুলতে পারলেও এবার বড় ধরনের ত্রুটির মোকাবেলা করছে মিলকর্তৃপক্ষ। মিলের বয়লারের ঝুলন্ত ইট ভেঙে পড়ায় বন্ধ হয়ে পড়েছে মাড়াই কার্যক্রম। টানা ১৭ ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি কাটিয়ে তুলতে পারেনি। মিলগেটে অপেক্ষারত আখচাষিরা দূর্ভোগ পোয়াচ্ছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাত করেই কেরুজ চিনিকলের আখমাড়াই বন্ধ হয়ে যায়। কারখানা বিভাগের কর্মরতরা সন্ধান নিয়ে দেখতে পায় মিলের ৪ নং বয়লারের ত্রুটি। বয়লারের ঝুলন্ত ইট খুলে পড়ে স্টিম কমে যাওয়া মাড়াই বন্ধ হয়। বয়লারের ওপরের ইট খুলে পড়ায় দাও দাও করে জলন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত হয় বেশ কয়েকজন শ্রমিক-কর্মচারী। আগুন নিয়ন্ত্রণ আনতে দিনভর সময় লাগে। রাত ১০টার দিকে বয়লারের আগুন নিয়ন্ত্রণে এনে শুরু করে মেরামতের কাজ। মিলের মহাব্যবস্থাপক (কারখানা) ইউসুফ আলী শিকদার বলেছেন, দ্রুত মেরামতের কাজ চলছে। মধ্যরাত নাগাদ কাজ সম্পন্ন হওয়ার সম্ভবনা রয়েছে। কাজ শেষ হলেই আখমাড়াই কার্যক্রম শুরু হবে।