ভালো সমাজ গঠনে সকলকে ভালো হওয়ার আহ্বান

৮৫তম বিশু শাহ্ বাৎসরিক সাধুসংঘ ও বাউল মেলা শুরু
মুন্সিগঞ্জ প্রতিনিধি: এবারও জমকালো আয়োজনের মধ্যদিয়ে বাউল সাধক বিশু শাহ্ বাৎসরিক সাধু সংঘ ও বাউল মেলা শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সরিষাডাঙ্গার বিশু শাহ উন্মুক্ত মঞ্চে গতরাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গায় আয়োজিত মেলায় এবারও হরেক রকমের দোকান। হাজারো বাউল ভক্তের উপস্থিতিতে বাউল গানের মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় চলছে এবারের ৮৫তম বিশু শাহ্ বাৎসরিক সাধু সংঘ ও বাউল মেলা।
গতকাল রাত ৯টায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামের বাউল সাধক বিশু শাহের প্রয়াণ দিবস উপলক্ষে সরিষাডাঙ্গা বিশু শাহ বাউল সংঘের আয়োজনে সাধু সংঘ ও বাউল মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন। তিনি বক্তব্য দিতে গিয়ে জয়গুরু সম্পর্কে যেমন বিস্তারিত বর্ণনা তুলে ধরেন, তেমনই বাংলার পথে ঘাটে নিজস্ব সংস্কৃতির সাথে বাউলের মিশে থাকার যুক্তিও উপস্থাপন করে সুন্দর বা প্রত্যাশিত ভালো সমাজ গঠনে সকলকে ভালো হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যালেন আই ও দৈনিক জনকণ্ঠ জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ্ আলম সনি, মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানের সভপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান মাজু। স্বাগত বক্তব্য রাখেন বিশু শাহ্ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম, আয়োজক ও বিশু শাহ মেলার স্বপ্ন পুরুষ মোমিনপুর ইউপি চেয়ারম্যান জেলা কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন আজিজ শাহ, আজিজুল শাহ, আবু বক্কর শাহ, পাচু শাহ, আলাউদ্দিন শাহ, ইসলাম শাহ, লিটু শাহ, শান্ত ফকির, জামাত ফকির, আহসান কাবীব, খলিল শাহ, শাহিন, জুয়েল বাউল, ওমর পাশা প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন গঞ্জের শাহ, আব্বু বাক্কা শাহ, আকলিমা, লতিফ শাহ, উস্তাদ রেজাউল, লালিম শাহ, মুন্সি শাহ, জুয়েল শাহ, মৌসুমীসহ এপার বাংলা ওপার বাংলার শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক হোসাইন মালিক। সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক অনিক সাইফুল।