ভারত থেকে বিদ্যুত আমদানি শুরু

স্টাফ রিপোর্টার: পরীক্ষামূলকভাবে ৫০ মেগাওয়াট সঞ্চালনের মধ্যদিয়ে ভারত থেকে প্রথমবারের মতো বিদ্যুত আমদানি শুরু করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা হাইভোল্টেজ ডিসি ব্যাক টু ব্যাক স্টেশনে সুইচ অন করার মধ্য দিয়ে ভারতীয় গ্রিড থেকে বিদ্যুত আসা শুরু হয়। ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছয় টাকার বেশি পড়বে না বলে জানিয়েছেন পিডিবির সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) তমাল চক্রবর্তী। পাউয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পরীক্ষামূলকভাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ৫০ মেগাওয়াট করে ভারতীয় বিদ্যুত জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে। এরপর পর্যায়ক্রমে আমদানির পরিমাণ বাড়বে। অন্যদের মধ্যে পাউয়ার গ্রিড অব বাংলাদেশের কনসালটেন্ট টিকে রায়, প্রকল্প পরিচালক কাজী ইশতিয়াক হাসান এবং পাউয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়ার ডিজিএম কলিম আক্তার এ সময় উপস্থিত ছিলেন। আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেড়ামারায় গিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লি থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে বিদ্যুত আমদানি প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওই দিন ১৭৫ মেগাওয়াট বিদ্যুত যোগ হবে বাংলাদেশের জাতীয় গ্রিডে।