ভারত থেকে আসা পাসপোর্টধারী অবৈধ মালামালসহ জীবননগরে আটক

জীবননগর ব্যুরো: জীবননগরে ভারত থেকে আসা পাসপোর্টধারী অবৈধ মালামালসহ বাংলাদেশী নাগরিক ঈশ^রদীর মামুন তালুকদারকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পাসপোর্টে ভারত থেকে শাপলা পরিবহনের যশোরগামী একটি বাসে যাওয়ার পথে জীবননগর বিশেষ ক্যাম্পের জওয়ানরা চেক পোস্টে তাকে করে। এসময় তার ব্যাগ তল্লাশি করে লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। আটককৃত তালুকদারকে মালামালসহ মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবিসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি জওয়ানরা গতকাল সাড়ে ৯টায় তেতুলিয়ায় অবস্থিত চেক পোস্টে দর্শনা থেকে যশোরগামী রঙ্গণ মিনিবাসটি থামায়। এসময় তারা বাসটিতে তল্লাশি চালিয়ে ৩টি পলিথিনের ব্যাগ জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের মালিকের বিষয়ে জানতে চাইলে পাবনা জেলার ঈশ^রদী উপজেলার পশ্চিম রেলওয়ে কলোনীর মোহন তালুকদারের ছেলে মামুন তালুকদার ওই ব্যাগ তার বলে দাবি করে। এ মালামাল সে পাসপোর্টে ভারত থেকে আনছে বলে জানায়। ধৃত পাসপোর্ট যাত্রী জিজ্ঞাসাবাদে জানায়, তিনি অবৈধভাবে ভারতীয় মালামাল আনার জন্য প্রায়ই ভারত গমন করে থাকেন। ব্যাগ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের শাড়ি, খেলনা, সাবান, বাংলাদেশী ৮৬০ টাক ও ২৩৪ রুপি। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২ হাজার ৬৬৪ টাকা। আটককৃত তাকে মালামালসহ মামলা দিয়ে গতকাল বিকেলেই জীবননগর থানায় সোপর্দ করে বিজিবি। ঝিনাইদহের খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর কামরুল হাসান উপরোক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন।