ভারতে পাচারের প্রাক্কালে মহেশপুরে শিশুসহ ৫ জন উদ্ধার

স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর থেকে ভারতে পাচারের উদ্দেশে আনা শিশুসহ ৫ জনকে উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি তারা।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্ত দিয়ে ভারতে পাচার সময় বিজিবি সদস্যরা বরগুনার বদরখানা গ্রামের লক্ষ্মীকান্তের ছেলে রাজেন্দ্র দাস (৬৫, পটুয়াখালীর বাসন্তা গ্রামের অনুপ কুমারের মেয়ে সুকন্যা (৩০), সুধীর দাসের ছেলে কমল দাস (৩২), বরগুনার কমলদাসের স্ত্রী নুপুর বাসী (২৫) ও তার শিশুকন্যা আশা রাণীকে (৬) উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধারকৃতদের ভারতে চাকরি প্রলোভন দিয়ে পাচার করছিলো বলে জানা গেছে। পরে বিজিবি সদস্যরা উদ্ধারকৃতদের মহেশপুর থানায় সোপার্দ করে। গতকাল বৃহস্পতিবারই তাদের আদালতে সোপর্দ করা হয়।