ভারতে ধুড়পাচারকারি চক্রের হোতা জয়নগরের মহিদুল আটক

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে রয়েছে ধুড় পাচারকারীচক্র। দীর্ঘদিন ধরে এ চক্র ধুড় পাচার করে কামাচ্ছে প্রচুর অর্থ। দেশের অল্প আয়ের মানুষগুলোর মধ্যে অনেকেই ধুড়পাচারকারিচক্রের খপ্পরে পড়ে ভারতে নির্যাতনের স্বিকার হচ্ছে। করতে হচ্ছে কারাভোগ। বিএসএফ’র গুলিতে জীবন দেয়ার ঘটনাও ঘটছে প্রায়। তবুও বন্ধ হয়নি ধুড় পাচার। ধুড়পাচারচক্র দিনদিন বেপরয়া হয়ে উঠছে। বিজিবির চোখ ফাকি দিয়ে প্রায় প্রতিদিন ও রাতে দর্শনা জয়নগর ও নিমতলা সিমান্ত পথে ভারতে ধুড় পাচার করছে এ চক্রের সদস্যরা।

অভিযোগ উঠেছে, জয়নগরের মহিদুল, আনোয়ার, ইদ্রিস, মজিদ, বেল্টু, কুদ্দুস, এনাজুল সহ ১৫/১৬ জন ধুড়পাচারচক্রের সাথে জড়িত। এ চক্রের সদস্যরা প্রসাশনের বিভিন্ন বিভাগের নাম ভাঙ্গিয়ে থাকে দীর্ঘদিন ধরে ভারতে ধুড়পাচার করে আসছে মহিদুল ও তার সাঙ্গপাঙ্গরা। দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা ধুড়পাচারকারিচক্রের সদস্যদের আটক অভিযান শুরু করেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে ল্যান্স নায়েক কাজি আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা জয়নগর সিমান্তের ৭৬ নং মেন পিলারের ২ এস পিলারের কাছে। বিজিবি সদস্যরা সিমান্ত এলাকা থেকে দর্শনা পৌর শহরের সিয়াম উদ্দিনের ছেলে মহিদুল ইসলামকে (২৭) আটক করেছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মহিদুল ধুড় (মানব) পাচারকারিচক্রের সক্রিয় সদস্য। গতকালই হাবিলদার মিজানুর রহমান বাদি হয়ে আটককৃত মহিদুল ইসলামের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন। এ দিকে বিজিবির অভিযানে সটকে পড়েছে ধুড়পাচারকারিচক্রের সদস্যরা।।