ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে ৫ বাংলাদেশি গরুব্যবসায়ী আটক

মহেশপুর প্রতিনিধি: খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে গত সোমবার ভোরে ৫ বাংলাদেশি গরুব্যবসায়ীকে ভারতীয় বিএসএফ আটক করেছে।

এলাকাবাসী ও বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার রুস্তম আলী  জানান, গত সোমবার ভোর ৪টার দিকে বাঘাডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে কামাল উদ্দীন (২৬) এবং মালবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তুহিন হোসেন (১৭), শমসের আলীর ছেলে বাবলু (২৮), সলেমান আলীর ছেলে আহসান আলী (১৮) ও এনামুল ইসলামের ছেলে ছিদ্দিক আলী (২৩)। এরা সবাই খোসালপুর সীমান্তের ৬০ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় রামনগর ক্যাম্পের বিএসএফ’র হাতে আটক হন। আটককৃতদের ভারতের হাঁসখালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করে গরু আনতে গেলে তাদেরকে আটক করে বলে জানা গেছে।