ভারতীয় ইমিটেশন গয়নাসহ একজন গ্রেফতার

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গার ফাঁড়ি পুলিশ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ইমিটেশনের তৈরি ভারতীয় বিভিন্ন রকমের চুড়ি, ব্যাচলেট, কানের দুল ও চেন উদ্ধার করেছে। গ্রেফতার করেছে একজনকে।

জানা গেছে, গতকাল বুধবার বেলা ২টার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ ওয়ালিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালায় কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে। এ সময় গ্রেফতার করেন চুয়াডাঙ্গা পলাশপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মনিরুল ইসলামকে (৩৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন রকমের ৩৬টি চুড়ি, ৪১টি হাতের ব্যাচলেট, ১ কেজি ১শ গ্রাম কানের দুল ও বিভিন্ন রকমের ৩ কেজি চেন। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা বলে পুলিশ জানায়। গতকালই ফাঁড়ি আইসি ওয়ালিয়ার রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মনিরুল ইসলামের নামে মামলা দায়ের করেন।