ভাগ্যের চাকা ফেরাতে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার জীবননগরের আলমগীর

জীবননগর ব্যুরো: সংসারে সচ্ছলতা ফেরাতে সোনার হরিণের আশায় সৌদি আরবে গিয়ে প্রতারিত হয়ে দেশে ফিরেছেন জীবননগর হরিহরনগরের যুবক আলমগীর। নিজ গ্রাম ও কালীগঞ্জের একটি চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে আলমগীরকে সৌদি আরবে পাঠিয়ে তার কোনো কাজ না দেয়ায় প্রতারিত হয়ে দেশ থেকে বিমান ভাড়া নিয়ে সে বাড়ি ফিরেছে। ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে আলমগীরকে সৌদি আরবে পাঠিয়ে এক চক্রটি দু দফায় হাতিয়ে নিয়েছে ৯ লাখ ৪০ হাজার টাকা। নিঃশ্ব পরিবারটি টাকা ফেরতের আশায় এখন দ্বারে দ্বারে ঘুরছে বলে অভিযোগ।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীরের উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিােগ সূত্রে জানা যায়, হরিরহরগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে হায়দার আলী ও তার স্ত্রী মঞ্জুরা খাতুন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হযরত আলী ও তার স্ত্রী জেসমিন খাতুন আলমগীরকে সৌদি আরবে ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে ৭ লাখ ৪০ হাজার টাকা নিয়ে সৌদিতে পাঠায়। কিন্তু সেখানে নেয়ার পর তাকে চাকরি না দিয়ে তার সাথে প্রতারণা শুরু করে। এক পর্যায়ে আকামা লাগানোর কথা বলে আলমগীরের পিতার নিকট থেকে আরও ২ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। কিন্তু তারপরও আকামা লাগিয়ে আলমগীরকে চাকরি না দিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে তাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া হয়। এ অবস্থায় সে তার পিতার নিকট থেকে আবারও বিমান ভাড়ার টাকা নিয়ে গত সপ্তাহে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে সে আদম ব্যবসায়ীদের নিকট টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেছে। এ অবস্থায় প্রতারিত আলমগীর প্রতারক চক্রের বিচারসহ টাকা ফেরতের আশায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।