ভাগ্নের হাতে মামা সাবেক ইউপি সদস্য আলফাজ খুন

 ঝিনাইদহের হরিণাকুণ্ডুর দারিয়ারপুরে পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে মামা ও ভাগ্নের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাগ্নের হাতে খুন হয়েছেন সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন (৫০)। এ সময় আরো ৪ জন আহত। নিহত আলফাজ ওই গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে ২ টার দিকে এ ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, সোমবার বেলা ২টার দিকে জমিজমা নিয়ে ভাগিনাদের সাথে আলফাজ উদ্দীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধরালো অস্ত্র নিয়ে চড়াও হয় আলফাজের ওপর। তিনি আরো জানান, এ সময় বাধা দিতে গেলে সোলাইমান, ড্যানি ও শফিউদ্দীন নামে আরো ৩ জনকে কুপিয়ে জখম করা হয়। আলফাজের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ লাগায় তিনি গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ড. রেজিনা খাতুন মৃত বলে ঘোষণা করেন। ড. রেজিনা খাতুন জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে অনেক আগেই আলফাজের মৃত্যু ঘটেছে। আহত অন্যান্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে লাশ নিয়ে স্বজনদের আহাজারী করতে দেখা গেছে। হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন আরো জানান, বিস্তারিত জানতে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আলফাজের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হরিণাকুন্ডু থানায় এখনো কোন মামলা হয়নি।