ভর্তি ফরম বিতরণ শেষ ইবিতে প্রতি আসনে লড়বে ৪৩ জন

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ গত সোমবার শেষ হয়েছে। এবার ৮টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪৩ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ৪ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সেন্টারের তথ্য মতে, এ বছর ৫টি অনুষদভুক্ত ৮টি ইউনিটের অধীনে ১ হাজার ৬৯৫ আসনের বিপরীতে ৭২ হাজার ৯১০টি আবেদন জমা পড়েছে। এ হিসেবে আসনপ্রতি ৪৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর প্রতিযোগিতা হবে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটে। এই ইউনিটে ২২৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী আবেদন করেছে। ফলে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া ধর্মতত্ব অনুষদভুক্ত এ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৯৬০ জন, কলা অনুষদভুক্ত ৪২০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৯৫৬ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ডি ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১২ হাজার ২৮৯ জন, ই ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১২ হাজার ৩৯১ জন, এফ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ৯৪৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে ৮ হাজার ৩২৭ জন এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৬১ জন ছাত্রছাত্রী আবেদন করেছে। এ বছর নতুন তিন বিভাগের যাত্রা হলেও গত বছরের তুলনায় ২২ হাজার ৫৩৬টি আবেদন কম হয়েছে।

কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশচন্দ্র বর্ম্মন বলেন, আগামী ১০ থেকে ২০ নভেম্বরের মধ্যে আবেদনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iu.ac.bd ভিজিট করে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।