ভর্তি পরীক্ষায় জালিয়াতি আটক ৯

স্টাফ রিপোর্টার: ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কলা অনুষদের (খ ইউনিট) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছেন আট পরীক্ষার্থী। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ধরা পড়েছেন সাতজন। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে একজন ও বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইলফোনে খুদে বার্তায় (এসএমএস) উত্তরপত্রসহ ওই সাত পরীক্ষার্থীকে আটক করা হয়। এদিকে জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আটক শিক্ষার্থীরা হলেন ইমাদুর রহমান, তালহা জুবায়ের, ইমরান খান, নুসরাত জাহান, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোরশেদ আলম রিয়াদ এবং ঢাকা সিটি কলেজ থেকে রাশেদুল ইসলাম৷ পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় মোবাইলফোন সাথে থাকায় হোসাইন আহমেদ, মানিক চন্দ্র ও নাজমুল হোসেন নামের তিনজনকে আটক করে প্রশাসন। তাদের পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়নি। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে। আটক শিক্ষার্থী নুসরাত জাহান সাংবাদিকদের জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে উত্তরপত্র পাঠান ছাত্রলীগের নেতা মেহেদী হাসান। এজন্য পরীক্ষার আগেই মেহেদীকে টাকা দিতে হয়েছে। মেহেদী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্র থেকে অয়ন হাসান নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।