বড়শলুয়া কলেজে চাঁদাবাজির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা :নাজমুল গ্রেফতার হলেও বাকি আসামিরা পলাতক

 

স্টারিপোর্টার: চুয়াডাঙ্গার বড়শলুয়া কলেজের ভবন নির্মাণের ঠিকাদারের নিকট চাঁদাবাজির ঘটনায় কলেজের নাইটগার্ড বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। প্রধান আসামি নাজমুল গ্রেফতার হলেও শাওনসহ বাকি আসামিরা পলাতক রয়েছে। আসামিরা ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় ধরা না ধরা নিয়ে পুলিশ বিপাকে পড়েছে।

মামলা ও পুলিশসূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া নিউ মডেল কলেজে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবন নির্মাণ ঠিকাদারের নিকট চাঁদার টাকা আনতে যায় তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের ওহিদুলের ছেলে ট্রাক্টর চালক নাজমুল হোসেনসহ ১০/১২ জন। এ ঘটনায় কলেজের কর্মচারীরা গত রোববার বিকেল ৪টার দিকে চাঁদার টাকা আনতে গেলে নাজমুলেকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। প্রথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল তার সহযোগী বড়শলুয়া গ্রামের শাওয়ন, স্বপন, হাবিবুর, পলাশ, মমিনুল, রিপন, বিপুলসহ বেশ কয়েকজন সহযোগীর নাম বলে পুলিশের নিকট। ওই রাতেই তিতুদহ পুলিশ নাজমুলকে সদর থানায় সোপর্দ করে। পরের দিন নাজমুলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়ালিউর রহমান। এ ঘটনায় কলেজের নাইটগার্ড শফিকুল ইসলাম বাদী হয়ে নাজমুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারেনি। কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং পুলিশ প্রকৃত ঘটনা উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।