ব্রিজের সাথে ধাক্কা মেরে চালক আরোহী গুরুতর জখম

মদ্যপাবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে কেরুজ ক্রয়কেন্দ্রের ওজনদার

 

স্টাফ রিপোর্টার: কেরুজ আখ ক্রয়কেন্দ্রের ডাব্লু সি তথা ওজনদার সবুজ (৪৩) ও এক ভিক্ষুক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। গতরাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের আলোচিত ঘোড়ামারা ব্রিজের সাথে ধাক্কা মেরে আছড়ে পড়ে দুজনই আহত হন। ঘোড়ামারা ব্রিজের অদূরে কর্তব্যরত পুলিশ দল আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ বলেছে, আহত সবুজের মুখে মদের তীব্র গন্ধ। মদপাবস্থায় মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সবুজ চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আইলহাস গ্রামের অব্দুল মজিদের ছেলে বলে পরিচয় দিয়ে বলেছেন, তিনি কেরুজ আখ ক্রয় কেন্দ্রের ডাব্লু সি। তিনি দর্শনা থেকে চুয়াডাঙ্গা হয়ে মোমিনপুর নীলমণিগঞ্জে ফিরছিলেন। একাডেমী মোড়ে এক বৃদ্ধা নিজেকে ভিক্ষুক বলে পরিচয় দিয়ে বোয়ালমারি গ্রামে পৌঁছে দেয়ার অনুরোধ জানালে তাকে মোটরসাইকেলে তুলে নেন সবুজ। মোটরসাইকেল যোগে ছুটতে গিয়ে ঘোড়ামারা ব্রিজের সাথে ধাক্কা মেরে আছড়ে পড়ে। দুজনই গুরুতর জখম হয়েছে। ঘটনাস্থলের অদূরেই কর্তব্যরত ছিলেন সদর থানার এএসআই জাকিরসহ সঙ্গীয় ফোর্স। দুর্ঘটনাস্থল থেকে দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হলেও গুরুতর আহত হওয়ার কারণে মদ্যপ সবুজকে অবশ্য ওয়াশ করা হয়নি।