ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান

মাথাভাঙ্গা ডেস্ক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চুয়াডাঙ্গা-মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ সারাদেশে র‌্যালি শেষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারবিরোধী অপপ্রচারের জবাবে নিজেদের প্রচার চালিয়ে যেতে এবং এর মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক সাথে কাজ করার আহ্বান করা হয়। ঐক্যবদ্ধভাবে কাজ করে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের উদ্যেগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সকাল ৭টায় জাতীয় পতাকা ও দলীয় প্রতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা যৌথভাবে উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটন ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, ছাত্রলীগের দলীয় যৌথভাবে পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম ও বর্তমান সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা পৌর কাউন্সিলর শেখ গোলাম মোস্তফা মাস্তার, যুবলীগ নেতা মোজাহিদুর রহমান লোটাস, সাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবাইত-বিন-আজাদ সুস্তির, শাহাবুল হোসেন, মকসেদুল হাসান, যুগ্মসাধারণ সম্পাদক শফিউদ্দিন টিটু, অর্থসম্পাদক মিজানুর রহমান রিমন, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, মন্টা, হিমেল মল্লিক, জীম, সাবিত শিথীল, রানা, অভি, রিগান, ফিরোজ প্রমুখ।
বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, ত্রাণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রশিদ, রেজাউল করিম, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবাইত-বিন-আজাদ সুস্থির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন টিটু, সমাজসেবা সম্পাদক মোজাহিদুর রহমান লোটাস, কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শাহাবুল হোসেন। আলোচনাসভা শেষে ৭০তম জন্মদিনের কেক কাটা হয়।
অপর দিকে সকাল সাড়ে ৬টায় কেদারগঞ্জ ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সধারণ সম্পাদকসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে চাঁদমারী মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে উন্মুক্ত মঞ্চে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. জাকির হুছাইন জ্যাকির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মেদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাড. আশরাফ আলী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ কৃষকলীগের দফতর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান হাসান, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্মসধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, দফতর সম্পাদক সেখ সামী তাপু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পিন্টু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্মসাধারণ সম্পাদক ইমরান আহমেদ প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্য দান করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিকেল ৩টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্মসম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ কাজী রবিউল হক, সাংগাঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, নুরুল ইসলাম নুরু, লিপু মোল্লা, ৯০দশকের ছাত্রলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা জাফর, আবু ডালিম, ইকলুচুর রহমান, বাবু মুন্সি, মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক।
অপর দিকে আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের উদ্যোগে সকাল সাড়ে ৮টার ছাত্রলীগের ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন। বিকেল সাড়ে ৩টায় আনন্দ র‌্যালি, আলোচনাসভা ও কেক কেটা হয়। কলেজ ছাত্রলীগের সম্পাদক সেলিম রেজা তপনের সভাপতিত্বে কলেজ ছাত্রলীগ নেতা সুমনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামিম, পৌর যুবলীগ নেতা আশরাফুল হক বাবু, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক সনি, কলেজ ছাত্রলীগের যুগ্মআহবায়ক আল-কাফি, ছাত্রলীগ নেতা সাগর, হারুন, শাওন, ইমরান, সজিব, তপু, শাকিল, লিখন, সাহাবুদ্দিন, মামুন, তিতাস, মালেক, শহিদুল, রাব্বি, রকি, জজ, মাসুম, মজিবুল, মকবুল প্রমুখ।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গাংনী ও ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। বড়বোয়ালিয়া বাজারে ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু’র পাটি অফিসে কেককাটা ও আলোচানাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম রেজা। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মিল্টন আহমেদ, শাহিন আলম, লিখন, জিংকু, তাফিম, গাফ্ফার, পিকলু, তারিক, বাশিবুল, রকি, আরিফ, রুবেল সাবেক, ইয়ামিন আলম, মামুন অর রশিদ, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ছাত্রলীগের র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামের সামনে শেষ হয়। র‌্যালি শেষে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. শাহীন মোল্লার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আফজালুর রহমান বুলু, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. আবু তালেব। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জান মোহাম্মদ সেলিম, যুগ্মআহবায়ক মীর আব্দুল হামিদ, উপজেলা যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, জাহিদুল মেম্বার, শাহীন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্মআহবায়ক এমএ করিম।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আলোচনাপর্বের শেষে পৌর আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজি জয়নাল আবেদীন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুর রফিক কাবিল, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল হান্নান ছোট, মহিউদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক ছাত্রলীগ নেতা নিশান তরফদার। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর উপস্থাপনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা লোমান, আলামিন, অপু সরকার, রায়হান, মোহাম্মদ, প্রভাত, রিপন, শিরিন, মোখলেসুর রহমান, রবিউল ইসলাম, বাপ্পা, মাসুম, রমজান, ফারুক, রাজ, রানা, রাসেল, জিকো প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে দুটি গ্রুপ পৃথকভাবে তিন স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করে।
গতকাল বৃহস্পতিবার জীবননগর পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বাসস্ট্যান্ড চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, কেডিকে ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান খাইরুল বাসার শিপলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা।
অপর দিকে জীবননগর ইসলামী ব্যাংকের সামনে থেকে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আলোচসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মাস্টার, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান উপজেলা যুবলীগ নেতা শামিম ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক চঞ্চল কুমার দাস, ছাত্রলীগ নেতা শাকিব হোসেন রবিন, নাজমুল প্রমুখ।
আধুনিক সিনেমাহলের পাশে আনন্দ ঘন পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা আল মামুন রনি, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, ঢাবি শহিদুল্লাহ্ হল ছাত্রলীগ নেতা কুয়াশা, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম বিশ্বাস অনিক, লালন, বাবুসহ উপজেলা ছাত্রলীগ নেতা ইমদাত হোসেন, এইচএম হাকিম, সাজেদুর রহমান, রিপন, রেজা, হৃদয়, ইমরান, ইমরান তালুকদার প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি কলেজ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় কলেজ শাখার সভাপতি কুদরত-ই-খুদা রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সদর আ.লীগ সভাপতি আলহাজ গোলাম রসুল। উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পদক ওয়াসিম সাজ্জাদ লিখন, এএসএম ইমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল, সদর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জুনায়েদ ইমরোজ জুলফিকার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্মআহবায়ক আতিক স্বপন, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ রূপকসহ স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, নানা আয়োজনের মধ্যদিয়ে মেহেরপুর গাংনীতে পালিত হচ্ছে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে ছাত্রলীগের জন্মদিনের কেক কাটা হয়। কেক কেটে উৎসব করে আনন্দ মিছিল করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্তাসির জামান মৃদুল। যৌথ সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগ নেতা তারিফুল ইসলাম জীবন ও জেলা ছাত্রলীগ সহসভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ আহবায়ক গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ যুগ্মসম্পাদক রুবেল হোসেন, পাঠাগার সম্পাদক ফয়সাল জাহান শিশির, উপজেলা ছাত্রলীগ যুগ্মসম্পাদক অনিক, সাংগঠনিক সম্পাদক অন্তর, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্লাবন ও যুগ্মসম্পাদক তুহিন, গাংনী সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, সহসভাপতি সাফিন আহম্মেদ, যুগ্মসম্পাদক শাকিল আহম্মেদ, মাজেদুল ইসলাম ও হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ উপসম্পাদক রিপন আহম্মেদ, ছাত্রলীগ নেতা টুটুল, সবুজ, সাইফ, নাহিদসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
এদিকে দুপুরে গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুজ্জামান শিপু, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হাবীব, গাংনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিব, সহসভাপতি সজিব আহম্মেদ, ছাত্রলীগ নেতা হিরকসহ নেতৃবৃন্দ। পতাকা উত্তোলনের পর উপজেলা ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর জন্মদিনের কেক কেটে উল্লাস করেন নেতা-কর্মীরা। পতাকা উত্তোলন শেষে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জন্মদিনের কেক কাটা হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আনন্দ র‌্যালি ও কেক কেটে ৭০তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মুজিবনগর উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার কেদারগঞ্জ বাজার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আ.লীগ অফিসে এসে কেক কাটা হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন লাভলু। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রোকনুজ্জামান রোকন, শাহউলিউল্লাহ সোহাগ, প্রকাশনা সম্পাদক আহাদ বিন রাব্বী, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সকিব, ইউপি ছাত্রলীগের সভাপতি সানি কবির, স্বপন গাজী, সম্পাদক হাচিবুল ইসলাম, রাজিব মিয়া ও সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের মজমপুর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বড় বাজারে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদসহ ছাত্রলীগের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিরন আরাফাত তুষার ও সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ প্রমুখ।