ব্যর্থতার গ্লানি নিয়ে বাসায় খালেদা

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরাজয়ের গ্লানি নিয়ে বাসায় ফিরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিরোধী জোটের আন্দোলনের সময় নগর আওয়ামী লীগের তৎপরতায় সন্তুষ্ট দলীয় সভানেত্রী নগর নেতাদের ধন্যবাদ জানাতে এ মতবিনিময় করেন। সভায় সিটি নির্বাচন নিয়েও আলোচনা হয়। সভার সূচনা বক্তব্যে বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, উনি পরাজিত হয়েছেন। উনাকে পরাজিত হয়ে কোর্টে হাজিরা দিয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে।

উনি বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতন না ঘটিয়ে উনি ঘরে ফিরবেন না। আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ফুলের মালা গলায় দিয়ে উনি ঘরে ফিরবেন- তা উনার ভাগ্যে জোটেনি। বিএনপি নেত্রী উনার গুহা থেকে বের হয়েছেন। বিজয়ের বেশে ফিরতে পারেননি, ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে হয়েছে। তিনি বলেন, এ বিজয় জনগণের, এ বিজয় ধরে রাখতে হবে। যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা এই দেশের আর্থসামাজিক উন্নয়ন চায়, তাদেরই বিজয়। আর কেউ  যেন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  তিনি বলেন, ঘূর্ণিঝড় যেকোনো সময় আসতে পারে। সদা-সর্বদা তা  মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। এদেশের মানুষের কেউ ক্ষতি করবে-তা আমরা সহ্য করতে পারি না। তিনি বলেন, একটা অভিনব জিনিস দেখলাম। বিএনপি নেত্রী বাড়ি ছেড়ে নিজেকে নিজেই অফিসে অবরুদ্ধ করলেন। ওই অফিসে বসে তার একটাই কাজ ছিলো- মানুষ খুন করা। এই প্রতিকূল অবস্থার মধ্যে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা মানুষের জানমাল রক্ষা করেছেন। সে জন্যই হরতাল-অবরোধ কোনভাবেই সফলতা অর্জন করতে পারে নাই। সন্ত্রাসী দিয়ে, বোমা মেরে জনগণের মতামত পরিবর্তন করা যায় না। বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, সভায় দলীয় সভানেত্রী আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।