বোলিঙে নিষিদ্ধ সেনানায়েকে

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন নাসচিত্রা সেনানায়েক। অবৈধ ভঙ্গিতে বোলিং করায় শ্রীলঙ্কার এ অফস্পিনারকেনিষিদ্ধ করেছে আইসিসি।শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) গত শনিবার জানায়, কার্ডিফে বায়ো-মেকানিক্যাল পরীক্ষায় সেনানায়েকের বোলিং করার ভঙ্গি অবৈধপ্রমাণিত হওয়ার পর আইসিসি এ সিদ্ধান্ত নেয়।গত ৩১ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে চতুর্থ ওয়ানডেতে সন্দেহজনকবোলিং ভঙ্গির জন্য অভিযুক্ত হন সেনানায়েকে। ম্যাচের পর মাঠের দু আম্পায়ার মারাইস এরাজমাসও ইয়ান গুল্ড,টিভি আম্পায়ার ক্রিস গাফ্ফানি এবং ম্যাচ রেফারি জেফ ক্রো সেনানায়েকেরবোলিং নিয়ে অভিযোগ আনেন।
পরে পরীক্ষায় দেখা গেছে, লর্ডসের সেই ম্যাচে চারটি বল করার সময়েসেনানায়েকের কনুই সর্বোচ্চ সীমা ১৫ ডিগ্রির বেশি বেঁকেছিলো।এসএলসি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, প্রতিবেদনে বলাহয়েছে, সচিত্রার বোলিং ভঙ্গি অবৈধ। তাৎক্ষণিকভাবেআন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়েছে।আপিল না করলে আন্তর্জাতিক ক্রিকেটে আবার বল করতে হলে নিজের বোলিংভঙ্গি সংশোধন করতে হবে দেশের হয়ে একটি টেস্ট,৩৭টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলাসেনানায়েকেকে।