বোমাঘাতে আহত জিরনের মুক্তির দাবি : মেহেরপুর হোটেলবাজার ব্যবসায়ীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর হোটেলবাজার ব্যবসায়ীদের উদ্যোগে বোমাঘাতে আহত জিরনের মুক্তির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর হোটেলবাজার ব্যবসায়ীরা মৌনমিছিল করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক মাহমুদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ কামাল, ব্যবসায়ী জাহাঙ্গীর, আনারুল, বিপুল, হাবিবুর রহমান সোনা, সাদিক প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি মেহেরপুর শহরের কাঁসারিবাজার এলাকার বিপুল অটোজের কর্মচারী জিরন দোকানের পেছনের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একটি গর্তের মধ্যে মোবাইলফোনের নতুন প্যাকেট দেখে হাতে তুলে নেয়। সে প্যাকেটটি খুলতেই বিস্ফোরণ ঘটে। এতে মারাত্মক আহত হয় জিরন। পুলিশ প্রহরায় দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। মেহেরপুর সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে রিপোর্ট পাঠায়। আদালত তাকে জামিনে মুক্তি না দেয়ায় ব্যবসায়ীরা মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন। জিরন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আনারুল ইসলামের ছেলে।