বেনাপোলে দুই কেজি সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ কেজি ১শ গ্রাম ওজনের ১৮টি সোনার বারসহ শ্রবণ বিশ্বাস (৫২) নামের ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল থানার ঘিবা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতারকরা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চইড়গাছি গ্রামের ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

বিজিবি ৪৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ২৩-এর কাছে চড়ইগাছি এলাকা থেকে শ্রবণ বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে তার শরীর তল্লাশি করে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ১শ গ্রাম। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা। এ ব্যাপারে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সময় ভারতীয় ওই নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বেনাপোল বন্দর থানায় চোরাচালানের একটি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।