বেগমপুর পুলিশ ক্যাম্পের দু কনস্টেবলের বিরুদ্ধে ফেনসিডিল উদ্ধার করে বিক্রির অভিযোগ!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশের দু কনস্টেবলের বিরুদ্ধে ফেনসিডিল ধরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

এলাকাবাসী জানায়, গতপরশু বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বেগমপুর ক্যাম্প পুলিশের কনস্টেবল সাজ্জাদ হোসেন ও কনস্টেবল দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া মাদকের ঘাটিনামে খ্যাত আকন্দবাড়িয়া গাংধার পাড়ার মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় পুলিশ দেখে ফেনসিডিল ফেলে পালিয়ে যায় একইপাড়ার সোবারন অরফে শোভার ছেলে নাজিম। পুলিশ ঘটনাস্থল থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। বিষয়টি পুলিশের ওপর মহলকে না জানিয়ে ২১ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে বলে এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে। প্রকাশ্যে ফেনসিডিল ধরে তা সিজার লিস্ট না করে বিক্রি করে দেয়ায় সমালোচনার ঝড় বইছে। এ ব্যাপারে কনস্টেবল সাজ্জাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ সঠিক না। বিষয়টি চুয়াডাঙ্গা পুলিশ সুপার খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে মনে করছে সচেতনমহল।