বেগমপুরের ৩ ব্যবসায়ীর পুঁজি গায়েব

ঢাকায় ফুলকপি বিক্রি করে বাড়ির ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে

 

বেগমপুর প্রতিনিধি: ঢাকায় ফুলকপি বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে ৩ কপি ব্যবসায়ী। অজ্ঞান পার্টির সদস্যরা ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন নিয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রোনগোহাইল গ্রামের রইস উদ্দিনের ছেলে কাবিল হোসেন, কৃষ্ণপুর গ্রামের খোদা বক্সের ছেলে আয়নাল ও বেগমপুর হাসপাতালপাড়ার তক্কেল আলীর ছেলে আহাদ আলী গত সোমবার ফুলকপি বিক্রি করতে যান ঢাকায়। কপি বিক্রি করে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার গাবতলী থেকে কোহিনুর পরিবহনযোগে দর্শনায় ফিরছিলেন। পরিবহনে অজ্ঞান পার্টির সদস্যরা ঝালমুড়ি খাইয়ে ৩ জনকে কুপোকাত করে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় কপি বিক্রির টাকা ও ৩ মোবাইলফোন। সন্ধ্যায় যাত্রীবাহী পরিবহন দর্শনা কাউন্টারে পৌঁছুলে সকল যাত্রী নামলে ওই ৩ জন ছিলো সংজ্ঞাহীন অবস্থায়। পরে কাউন্টারের লোকজন ৩ কপি ব্যবসায়ীকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে।