বৃষ্টিতে দেয়াল ধসে ও বজ্রপাতে নিহত ৬

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার বৃষ্টিতে দেয়াল ধসে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে ঝড়ের মধ্যে নাজমা আক্তার (৩২) নামের এক নারী ঘরের কাজের জন্য ইট আনতে নারায়নগঞ্জের গলাচিপা সরকারি বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয়ের কাছে যান। স্কুলের দেয়াল ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি শহরের গলাচিপা এলাকার হাজী আশরাফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। নাজমার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গুলতলি গ্রামে। এছাড়া পাঁচ জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, মুন্সিগঞ্জে একজন ও কুমিল্লায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় সাতজন আহত হয়েছেন।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মনকুড়া গ্রামের কয়েকজনের ভাষ্য, কৃষক বালু মিয়া (৫৫) ও তার চাচা আশু মিয়া (৭০) গতকাল সকালে বাড়ির পাশে ফসলি জমি দেখতে যান। এ সময় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান বালু মিয়া। অন্যদিকে প্রায় একই সময়ে সরাইলের করাতকান্দি গ্রামে মো. সোলেমান (৬০) বজ্রপাতে মারা যান। পুলিশ জানায়, করাতকান্দি গ্রামের সোলেমান মিয়া সকালে বৃষ্টির মধ্যে চুন্টা ইউনিয়নের হাওর এলাকায় মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।