বৃদ্ধা ফাতেমা বেগম অগ্নিদগ্ধ : স্বামীর পুড়েছে হাত

চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি মাঠপাড়ায় ভোর রাতে ল্যাম্পের আগুন শরীরে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার সত্তর বছরের বৃদ্ধা ফাতেমা বেগম অগ্নিদগ্ধ হয়েছে। স্ত্রীর শরীর থেকে আগুন নিভাতে গেলে তার স্বামী জামাত আলীও আগুনে ঝলসে যান। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ফাতেমাকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার স্বামী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার করেছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি মাঠপাড়ার জামাত আলীর স্ত্রী বৃদ্ধা ফাতেমা বেগম (৭০)। বৃদ্ধা দম্পতির ছিলো সাত ছেলে ও এক মেয়ে। ইতোমধ্যেই তিন ছেলে মারা গেছে। জীবিত সন্তানদের সকলেই বিবাহিত এবং নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। এ তথ্য দিয়ে স্থানীয়রা বলেছে, জামাত আলীর আর্থিক অবস্থা বেশ ভালোই ছিলো। বয়সের সাথে সাথে সব ছেলে মেয়েদের বেশ কিছু অর্থ ও জমি ভাগ করে দিয়েছেন। এলাকায় সরেজমিন গেলে অনেকেই জানান, জামাত তার ছেলে-মেয়েদের মাঝে অর্থ ও জমি বিলিবণ্টন করেছেন। তা নিয়ে কারো কারো মধ্যে ক্ষোভও আছে। এরই মাঝে গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বৃদ্ধা ফাতেমা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ল্যাম্প হাতে নিয়ে যাচ্ছিলো। এসময় ল্যাম্প পড়ে গেলে তার কাপড়ে আগুন লেগে যায়। এতে তিনি অগ্নিদগ্ধ হয় বলে তার স্বামী জামাত আলী জানান। জামাত আলী আরও জানান, আগুন নিভাতে গিয়ে তিনি নিজেও আহত হন। ফাতেমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল শনিবার সকালেই কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফাতেমাকে এখনও উন্নত চিকিৎসার জন্য কোথাও নেয়া হয়নি।