বুধবারের জেএসসি পরীক্ষাও পেছালো

স্টাফ রিপোর্টার: বিরোধীদলের টানা হরতালের কারণে জেএসসি ও জেডিসির বুধবারের পরীক্ষাও পেছানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- জেএসসির ১৩ নভেম্বরের পরীক্ষা হবে ২২ নভেম্বর শুক্রবার বেলা আড়াইটায়। আর জেডিসির ১৩ নভেম্বরের পরীক্ষা হবে ২৩ নভেম্বর শনিবার বেলা ২টায়। ১৩ নভেম্বর বুধবার জেএসসিতে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং জেডিসিতে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন জোট ১০ থেকে ১২ নভেম্বর হরতালের পর বুধবারও হরতাল ডাকায় সূচি পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত হয় বলে সুবোধ চন্দ্র ঢালী জানান। এর আগে রোব থেকে সোমবারের পরীক্ষার নতুন তারিখ শনিবার সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। হরতালের সমালোচনা করে তিনি বলেন, আমরা বাধ্য হচ্ছি অন্যায়ভাবে, চরম চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিতে। হরতালে ছেলে-মেয়েদের ধ্বংসের মুখে ফেলে দিতে পারি না। তাই পরীক্ষার সূচি পেছানো হলো।