বিশ্ব শাদাছড়ি দিবস উপলক্ষে ৱ্যালী ও আলোচনা সভা

শাদাছড়ি বাড়ায় নিরাপত্তা দেখায় পথ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তর ও এনজিও সমূহের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সড়কে বিশ্ব শাদাছড়ি দিবস উপলক্ষে ৱ্যালি শেষে বিদ্যালয় হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) ছানোয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাষক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার আতিয়ার রহমান, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সহসমন্বয়কারী নুঝাত পারভীন, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা শেখ গোলাম, বন্ধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি আলী হোসেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল করিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অন্ধ শিক্ষা কার্যক্রমের শিক্ষক মনোজ কান্তি রায়।

মেহেরপুর অফিস জানিয়েছে. মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় মেহেরপুর জেলায় পালিত হচ্ছে বিশ্ব শাদাছড়ি দিবস। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ব শাদাছড়ি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য ৱ্যালি মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন, এসপিডির নির্বাহী পরিচালক আইউব নবী মোল্লা। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সির্দ্দিক।