বিশ্ব ধরিত্রী দিবস আজ

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা ও ভালোবাসা সৃষ্টির জন্য প্রতি বছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। ১৯৯০ সাল থেকে ১৪১টি দেশকে সাথে নিয়ে আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অলাভজনক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান,  স্কুল, কলেজ ও বিভিন্ন গোষ্ঠী পরিবেশ রক্ষায় মানুষকে আরো সংবেদনশীল করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। প্রতি বছর সারাবিশ্বের লক্ষাধিক জনগণ ধরিত্রী দিবস উদযাপনের জন্য একত্রিত হয়।

উল্লেখ্য, শান্তিদূত জন ম্যাককনেল ১৯৬৯ সালে ইউনেস্কোর ফ্রান্সিসকোর এক সভায় ২১ মার্চ ধরিত্রী দিবসটি পালনের জন্য প্রস্তাব দেন। এক মাস পর গেলর্ড নেলসন, ইউএস সিনেটর উইসকনসিন ২২ এপ্রিল দিবসটি পালনের জন্য প্রস্তাব করেন।