বিশ্ব ইজতেমা ২য় পর্বের আখেরি মোনাজাত আজ

স্টাফ রিপোর্টার: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের সময় এগিয়ে আনা হয়েছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। প্রথম পর্বের আখেরি মোনাজাত বেলা ১টার দিকে অনুষ্ঠিত হয়েছিলো। এদিকে, লাখো মুসল্লির জিকির আজকার ও তবলিগ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ানের মধ্যদিয়ে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ট্রেন, বাস, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে ও পায়ে হেঁটে দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। এদিকে বিশ্ব ইজতেমায় বিপুলসংখ্যক আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় ৱ্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করছেন বলে জানান গাজীপুর জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন।

আরো ৩ মুসল্লির মৃত্যু: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক মুসল্লি ও শুক্রবার রাতে হৃদরোগে আরো ২ মুসল্লি মারা গেছেন। শনিবার ভোরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় চাঁপাইনবাবগঞ্জের আব্দুর রহমান (৬০) গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নূর মোহাম্মদ (৭০)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রাজনগর গ্রামের মৃত রজব আলীর ছেলে। একই রোগে রাত ৩টার দিকে মৃত্যু হয় ঢাকার মিরপুর-২ এলাকার মোকলেছুর রহমানের ছেলে মুজিবুর রহমান (৫৫)। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ৯ জন মুসল্লি মারা গেছেন।