বিশ্বকাপের স্বপ্ন চুরি হলেও শেষ হয়ে যায়নি: নেইমার

মাথাভাঙ্গা মনিটর: কলোম্বিয়ারডিফেন্ডারের আঘাতে পিঠের ভার্টিব্রা ইনজুরিতে আক্রান্ত ব্রাজিলের তারকাফুটবলার নেইমার শনিবার বলেছেন এবারের বিশ্বকাপে ফাইনালে খেলা তার স্বপ্নছিলো। কিন্তু তার সে স্বপ্ন চুরি হয়ে গেছে! ব্রাজিলের ফুটবল ফেডারেশনেরপ্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে তার ভাষ্য যা তুলে ধরা হয়েছে। সেখানে নেইমারবলেছেন, তারা আমার বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন চুরি করে নিয়েছে।কিন্তু তার মানে বিজয়ী হওয়ার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার ব্রাজিল জার্মানীর বিরুদ্ধে সেমি ফাইনালে খেলবে। এদিকেনেইমারের আহত হওয়া ও বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেকলোম্বিয়ান ফুটবল ফেডারেশন এবং তাকে আঘাত করা খেলোয়াড় জুনিগা। জুনিগা তারভাষ্যে বলেন, খেলার স্বাভাবিক অ্যাকশন হিসেবে আঘাতটি লাগে। কোনো অসৎউদ্দেশ্য নিয়ে নেইমারকে আঘাত করা হয়নি।চিকিৎসকের বক্তব্যঅনুযায়ী, নেইমারের পিঠের তিন নম্বর ভার্টিব্রায় চোট লেগেছে। এদিকে ফিফাবলছে ঘটনাটির যথাযথ তদন্ত চলছে। ইতোমধ্যে বোঝা গেছে যে, নেইমারকেমারাত্মক চোট দেয়ার মতো কোনো উদ্দেশ্য জুনিগার ছিলো না।