বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী

মেহেরপুরে নির্বিঘ্ন : চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধা : সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। বিক্ষোভ মিছিল বের হওয়ার সময় পুলিশ বাধায় পড়ে। পরে সংক্ষিপ্তি সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে মেহেরপুরে বিএনপি নির্বিঘেœ বিক্ষোভ কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তারা বলেন, তিনি বলেন, ‘তারেক রহমানকে রাজনৈতিকভাবে কোনঠাসা করার অপকৌশল হিসেবেই বর্তমান সরকার তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হচ্ছে। সম্প্রতি তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা তারই ধারাবাহিকতা মাত্র। আমরা মনে করি বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের মামলা ও পরোয়ানা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। এরমাধ্যমে রাজনৈতিক সঙ্কট সমাধানের পরিবর্তে আরও কঠিন আকার ধারণ করবে। আমরা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে তাকে নির্দোষ ঘোষণার দাবি জানাচ্ছি।
জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এক বিক্ষোভ মিছিল বের করে। গতকাল বেলা সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনিপর যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য আবু জাফর মন্টুর উপস্থাপনায় সমাবেশে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম রতন, সদর উপজেল বিএনপির সহসভাপতি মরিুজ্জামান মনি, জেলা যুবদলের নেতা ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আশরাফ বিশ্বাস মিল্টু, রবিউল মল্লিক, মকলেছুজ্জামান মকলেছ, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, মামুন রেজা সবুজ, বিএনপি নেতা অ্যাড. মইনুল হোসেন, অ্যাড. বদিউজ্জামান, অ্যাড. এখলাছ উদ্দীন কাজল, কেন্দ্রীয় ছাত্রদলের সহআপ্যায়ন বিষয়ক সম্পাদক জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সুজন মালিক, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, পৌর বিএনপি নেতা আব্দুস সাত্তার, শাহনেওয়াজ কালু, বিএনপি নেতা টোটন মিয়া, আশরাফ উদ্দীন রুবেল, টুকু মণ্ডল, হাবীব শেখ, সাগর মিয়া, হাসমত, আব্দুল হামিদ, আনোয়ার হোসেন, নাগদাহ ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর হোসেন প্রমুখ। বক্তরা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে ন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতেই প্রমাণ করে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বক্তারা বিএনপির সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের আহ্বান জানান।
অপরদিকে, বেলা সাড়ে ১১টায় স্থানীয় সাহিত্য পরিষদ চত্ব¡র থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হলে কিছুদুর গিয়েই তা পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিলা দলনেত্রী জাহানারা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সহসাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীন, সদর থানা বিএনপির যুগ্মসম্পাদক মাসুদ মেম্বার, প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান লিপটন প্রমুখ। পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে সকাল ১০টায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ মাসুদ অরুনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা বিএনপির কার্যালয় চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। র‌্যালি ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সহসভাপতি শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমা, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি হাজি ফজলু খান, আব্দুস সামাদ, ও হাবিব ইকবাল, মুজিবনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন মোল্লা, জেলা তাঁতীদল সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা জাসাসের আহ্বায়ক প্রভাষক মাহফুজুর রহমান অশেষ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শ্রী গুরুদাস হালদার, সাধারণ সম্পাদক মাজেদ আলী, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হানুল কবীর, যুবনেতা জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক তোফায়েল আহমেদ, ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান প্রমুখ।