বিদ্যুতের মিটার টেম্পারিঙের দায়ে গ্রাহকের অর্থদণ্ডাদেশ

চুয়াডাঙ্গার জিনতলাপড়ায় নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার: বিদ্যুতের মিটার টেম্পারিং করার দায়ে চুয়াডাঙ্গা জিনতলাপড়ার মেহেদী হাসান শিপলুকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে বিদ্যুত বিভাগের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদা-েদশ দেন।
স্থানীয়রা বলেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের জ্বিনতলাপড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মেহেদী হাসান শিপলুর রয়েছে তিন তলাবাড়ি। এ বাড়ির কিছু অংশ ভাড়ায় দেয়া। কিছু অংশে বসবাস করেন বাড়ির মালিক। গতকাল রোববার বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় পরিচালিতা ভ্রাম্যমাণ আদালত এ বাড়ির বিদ্যুত সংযোগের মিটারে ত্রুটি পায়। জনৈক মিস্ত্রিকে দিয়ে টেম্পারিং করিয়ে রাখার দায়ে মেহেদী হাসান শিপলুকে ১৭ হাজার টাকা জরিমানা করে আদালত।