বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু : জীবননগর দেহাটির কনটেক মিলে বিক্ষুব্ধ শ্রমিকদের লুটপাটভাঙচুর

 

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: উপজেলার দেহাটিতে অবস্থিত বৈদ্যুতিক খুঁটি নির্মাণের ফ্যাক্টরি কনটেক কনস্ট্রাকশনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলটিতে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় মিলটিতে চরম অরাজকতা সৃষ্টি হয়। মিলটির ম্যানেজার মো. আব্দুল্লাহ এ সময় পালিয়ে প্রাণ রক্ষা করেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মিলটির ম্যানেজার গাছ থেকে কাঁচা আম পাড়ার জন্য মিল শ্রমিক উপজেলার সন্তোষপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাসেল হোসেনকে (১৭) নির্দেশ দেন। সকাল সাড়ে ৮টার দিকে রাসেল মিলটির অভ্যন্তরে থাকা গাছ থেকে রড দিয়ে আম পাড়াকালে এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার হাত থাকা রড বৈদ্যুতিক তারের সাথে লেগে গেলে সে গাছ থেকে ছিটকে বাউন্ডারির কাঁটাতারের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মিলের ম্যানেজারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিলটিতে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।