বিদ্যুতস্পৃষ্টে শিশু জিম এবং পরীক্ষার্থী রাজুর করুণ মৃত্যু

দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বড়দুধপাতিলা ও দর্শনা রামনগরে অসাবধানতায় বিদ্যুতস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থী রাজু ও এক বছরের শিশু জিমের করুণ মৃত্যু হয়েছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের খায়রুল হোসেনের ছেলে দর্শনা দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাজু আহম্মেদ। রাজু টুকিটাকি বিদ্যুত লাইন মেরামতের কাজ জানতো। সে কারণে গ্রামের লোকজন বিদ্যুতের ছোট-খাট সমস্যার জন্য ডাকতো রাজুকে। ঈদুল আজহার আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের ফলেহারের বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের কাজে গিয়েই প্রাণ হারাতে হলো কিশোর রাজুকে। অসাবধানতাবশত রাজু বিদ্যুতস্পৃষ্টে আহত হলে তাকে দ্রুত নেয়া হচ্ছিলো হাসপাতালের উদ্দেশে। পথিমধ্যে পরিবারের পক্ষ থেকে জানানো হয় রাজুর মারা গেছে। ঈদের দিন ফজর নামাজের পর জানাজা শেষে স্থানীয় গোরস্তানে বেদনা-বিধুর পরিবেশে রাজুর দাফন সম্পন্ন করা হয়। এদিকে গত পরশু বৃহস্পতিবার দর্শনা রামনগরের আব্দুল কাদেরের এক বছর বয়সী ফুটফুটে মেয়ে জিম খেলার ছলে ঘরে মাল্টিপ্লাগে আঙুল দিলে সে বিদ্যুতস্পৃষ্টে জখম হয়। দ্রুত জিমকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক জিমকে মৃত্যু বলে ঘোষণা করেন। ওইদিন রাত ১০টার দিকে পারিবারিক গোরস্তানে জিমের লাশ শোকাবহ পরিবেশে দাফন সম্পন্ন করা হয়।