বিদ্যুতস্পৃষ্টে আলমডাঙ্গা ডাউকির এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 

ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের জিকুর ছেলে এসএসসি পরীক্ষার্থী ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে গতপরশু রাত ১০টার দিকে নাইমে করুণ মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের রাইচ মিল মালিক জিকুর ছেলে নাইম বিদ্যুতস্পৃষ্টে মারা গেছে। নাইম আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

জানা গেছে, নাইম ও তার কয়েকজন বন্ধু মিলে বিদ্যুতের লাইন থেকে সাইড লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলছিলো। খেলা শেষে ওই তার খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। এ সময় তার বন্ধু আশিক বলে, কিরে নাইম দাঁড়িয়ে আছে কেন? ডাকলে কথা বলছে না, নড়াচড়াও নেই, কি হলো নাইমের। তখনই সে বিদ্যুতের তারে জোরে আঘাত করলে নাইম মাটিতে পড়ে যায়। বাড়িতে খবর দিলে পিতা-মাতা ও প্রতিবেশীরা তখন হতভম্ভ হয়ে চারদিকে ছোটাছুটি করতে থাকে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে নাইমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সংবাদ পেয়ে পিতা-মাতাসহ আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাথায় যেন বাজ পড়ে, তখন রাত প্রায় এগারোটা। নাইমের এ অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য আশপাশ গ্রামের নারী-পুরুষরা ভিড় জমায়। গতকাল সকাল ১০টায় হাউসপুর ফুটবল মাঠে নাইমের জানাজায় হাজার হাজার জনগণ শেষে হাউসপুর গোরস্তানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।