বিদ্যালয় ও মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বিদেশি ভাষা শিক্ষা ল্যাবের উদ্বোধন

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়াসহ দেশের অধিকাংশ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বিদেশি ভাষা শিক্ষা ল্যাবের উদ্বোধনকালে নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে ভূয়সি প্রসংশা করে বলেন, বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব উদ্বোধনের মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আরও একধাপ অগ্রগতি হলো।  

চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বিদেশি ভাষা শিক্ষা ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় অতিথিরা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আসাদুল হক বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজাহার আলী, মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, বাকী বিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদার, পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সদস্য ওবাইদুল হক মালিক ভাদু, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল আহম্মেদ, মাদরাসার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল হাশেম, ইসলামের ইতিহাস বিষায়ক প্রভাষক রুহুল আমিনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলী। জেলা শিক্ষা অফিসার আজহার আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে গতকাল ২ হাজার একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন। চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসার এ ল্যাবটি জেলার সবচেয়ে বড় ভাষা শিক্ষা ল্যাব। এছাড়া সারা বাংলাদেশে মাত্র ৩টি মাদরাসায় ভাষা শিক্ষা ল্যাব দেয়া হয়েছে যার মধ্যে চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসা একটি। উল্লেখ্য, এ ল্যাবে মাদরাসার শিক্ষার্থীরা ছাড়াও বাইরের শিক্ষার্থীরাও পাবে প্রশিক্ষনের সুবিধা। ফলক উন্মোচন পরবর্তী দোয়া পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসার শারীরিক শিক্ষার শিক্ষক রকিবুল ইসলাম ওরফে ইসলাম রকিব।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলয়ডাঙ্গা উপজেলায় ৪ স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন হয়েছে। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধমে এই ল্যাব উদ্বোধন করেন। এ সময় উপজেলার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ঘোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, সহকারী শিক্ষা অফিসার জিয়াউল হক, হাটবোলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমান, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার লাভলুর রহমান, ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সিদ্দিক, এরশাদপুর একাডেমির সিনিয়র শিক্ষক সাংবাদিক রহমান মুকুল, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহ,মান, উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আয়ুব আলী স্বপন, প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, কম্পিউটার শিক্ষক আব্দুল লতিফ, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মদনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলায় জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় এবং মদনা মাধ্যমিক বিদ্যালয় এই ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষন ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপিত হয়েছে। অনুষ্ঠানটি সম্প্রচারের সার্বিক সহযোগিতায় ছিলেন নাজির হামিদুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপজেলা সহকারী প্রোগ্রামার মইনুল হোসেন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু। ডিজিটাল ল্যাবের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আকরাম হোসেন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ, হাসাদাহ মডেল ফাজিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাও. আক্তারুজ্জামান ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহারুল ইসলাম। উল্লেখ্য প্রথম পর্যায়ে জীবননগর উপজেলার  কাশিপুর ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, তথ্য প্রযুক্তির উন্নয়নে বিশ্ব এগিয়ে যাচ্ছে। ইন্টারনেটের যুগে পৃথিবীর সকল দেশ কাছাকাছি অবস্থান করছে। পিছিয়ে নেয় বাংলাদেশও। তথ্য প্রযুক্তির কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে একযোগে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথাও বলছেন। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে কথাগুলো বলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সফটওয়ারের মাধ্যমে অ্যাপস তৈরি করা হচ্ছে। কোনো ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকলে সাথে সাথে মোবাইলফোনে ম্যাসেজের মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন তার সন্তান স্কুল বা কলেজে গিয়েছে কি-না। রেজাল্টের জন্য এখন আর বিদ্যালয় বা কলেজে ছুটে যেতে হচ্ছে না। ঘরে বসেই পরীক্ষার ফলাফল জানতে পারছে শিক্ষার্থীরা। আইসিটি হচ্ছে একটি বিশাল সম্ভাবনার খাত। ইন্টারনেট ব্যবহার করে আউট সোর্সিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা ঘরে বসে আয় করছে উদ্যোক্তরা। এসবই হয়েছে তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুর মান্নাফ কবীর, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম মুকুলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প তথ্য ও যোগাযোগ বিভাগের উদ্যোগে মেহেরপুরের মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ, এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় ও মানিকদিয়া এগারপাড়ার দাখিল মাদরাসায় ডিজিটাল ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। তেরাইল জোড়পুকুরিয়া কলেজে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্যদ সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মাসুম-উল-হক মিন্টু, জাবলুন্নবীসহ শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

এদিকে একই সময়ে এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্যদ সভাপতি ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীনসহ ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। এছাড়াও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমর সিংহ। এলজিআরডি পরিচালক হেমায়েত হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমান প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ১১টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রধান শিক্ষক কিয়ামত আলী মালিথা প্রমুখ।

অপরদিকে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ল্যাবের উদ্বোধন করেন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিনারুল ইসলাম। এদিকে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আস্কার আলী ল্যাবের উদ্বোধন করেন। পরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আস্কার আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহিরুল ইসলাম।

কালীগঞ্জ  প্রতিনিধি জানিয়েছেন,  গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে  উপজেলা পরিষদের হলরুমে ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য  আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি আব্দুল মান্নান, পৌর মেয়র মকছেদ আলী প্রমুখ।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ল্যাবের ফলক উন্মোচন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ। খোকসা উপজেলার রমানাথপুর স্কুল অ্যাণ্ড কলেজে ল্যাব উদ্ধোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, বিশেষ অতিথি চিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তারিকুল ইসলাম, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ড. আমানুর আমান ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু। সভাপতিত্ব করেন রমানাথপুর স্কুল অ্যাণ্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি হাসান বসির সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন রমানাথপুর স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল।

মধুখালী প্রতিনিধি  জানিয়েছেন, ফরিদপুরের মধুখালী উপজেলার আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ, শুকুর মাহমুদ স্কুল অ্যাণ্ড কলেজ এবং আশাপুর সিনিয়র মাদরাসা এই  তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানটি একযোগে ভিডিও কনফান্সের আয়োজন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, সহকারী প্রোগ্রামার মো. আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার শাহ্ মো. শফিউল আলমসহ মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মচারী ও সাংবাদিকগণ ভিডিও কনফারেন্সের উপস্থিত ছিলেন।