বিজয় মিছিল করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাওয়ায় আনন্দে ভাসছে সারা দেশ। আর এ বিজয়কে স্মরণীয় করে রাখতে আজ সারা দেশে বিজয় মিছিল বের করার জন্য জাতির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দফতরে বসেই বাংলাদেশের ব্যাটিং উপভোগ করেছেন। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠক চলাকালে বিশ্বকাপের বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার খেলাটি চলছিলো। এ খেলার কারণে অন্য দিনের চেয়ে সোমবারের মন্ত্রিসভার বৈঠক অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করা হয়। বৈঠকের সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এ তথ্য জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী দ্রুত নিজ দফতরে চলে যান। তখন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম ব্যাটিং করছিলেন। দফতরে বসেই মাহমুদউল্লার শত রান করা দেখেন প্রধানমন্ত্রী। এতে সন্তোষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশের ব্যাটিং শেষ করলে দুপুর পৌনে ২টায় সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বৈঠক সূত্র আরও জানায়, মন্ত্রিসভার বৈঠক চলার সময়ই খেলা নিয়ে টুকিটাকি আলোচনা হয়। কয়েকজন মন্ত্রী কম রানে দ্রুত বাংলাদেশের ৪ ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাকিব আল হাসানের আউট হওয়ার বিষয়টি জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বাংলাদেশ দলের জয়লাভ নিয়ে শংকাও প্রকাশ করেন। তখন প্রধানমন্ত্রী বলেন, এখনই হতাশ হওয়ার কিছু হয়নি। অপেক্ষা করুন, ধৈর্য ধরেন। ভালো কিছু হতেও তো পারে।