বিজিবির দাবি চোরাই পথে আনা অবৈধ মোটরসাইকেল : আটকৃতদের দাবি বৈধভাবে কেনা

 

দামুড়হুদার মুন্সিপুর বিওপি বিজিবির অভিযান : মোটরসাইকেলসহ মালিককে ধরে পুলিশে সোপর্দ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত ফাঁড়ি বিজিবি মিলন সরদার নামে একজনকে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে দিয়েছে বিজিবি। মোটরসাইকেলটি ভারত থেকে পাচার করে আনা বলে বিজিবি দাবি করলেও মিলন সরদার বলেছে, বৈধভাবে কেনা এবং রেজিস্ট্রেশন করার পরও বাড়ি থেকে আটক করে ক্যাম্পে রেখে শেষ পর্যন্ত পুলিশে দিয়েছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা থানায় মামলাসহ তাকে দেয়া হয়।

মুন্সিপুর বিজিবি ফাঁড়ির কমান্ডার হাবিলদার তোতা মিয়ার সাথে কথা বললে তিনি জানান, এফএসের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় মোটরসাইকেলটি ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা। বিষয়টি নিশ্চিত হয়েই মিলনকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তিনি আরও জানান, মোটরসাইকেলের সঠিক কাগজপত্র থাকলে তা আদালতে দাখিল করে ছাড়িয়ে নেবে। অপরদিকে আটককৃত মিলনের পরিবারের তরফে বলা হয়েছে, মাসতিনেক পূর্বে মুন্সিপুরের বাবুর ছেলে মিলন একই গ্রামের লিটন ও দামুড়হুদার মোটরসাইকেল ব্যবসায়ী সাইফুলের মাধ্যমে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার জনৈক ব্যক্তির কাছ থেকে রেজিস্ট্রেশনকৃত (যশোর-হ-১২-৫৮২৩) ভারতীয় হিরো সুপার স্পিলিন্ডার ১২৫ সিসি লাল রঙের মোটরসাইকেলটি ক্রয় করে ব্যবহার করছিলো। এরই মাঝে গত ৭ সেপ্টেম্বর সকালে মুন্সিপুর বিজিবি ফাঁড়ির সদস্যরা মোটরসাইকেলসহ মিলনকে আটক করেন। রাত ৮টার দিকে কাগজপত্র যাচাইবাছাইয়ের কথা বলে ফাঁড়িতে রেখে দিয়ে মোটরসাইকেলসহ মিলনকে ছেড়ে দেয়। জব্দকৃত কাগজপত্র ফেরত না দিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে মুন্সিপুর বিজিবি আবার মোটরসাইকেলসহ মিলনকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। ফাঁড়িতে নিয়ে মোটরসাইকেলের নাম্বারপ্লেট খুলে ফেলে বিজিবি সদস্যরা তাকে ভারতীয় চোরাই মোটরসাইকেল রাখার অপরাধে হাবিলদার তোফাজ্জেল হোসেন বাদী হয়ে মোটরসাইকেলসহ মিলনকে দামুড়হুদা থানায় সোপর্দ করে।