বিক্ষোভ সমাবেশ ও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

আলমডাঙ্গার হারদী মীর সামসুদ্দীন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী মীর সামসুদ্দীন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার হারদী মীর সামসুদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র হারদী গ্রামের শাকিল খানকে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাজন গোলযোগের এক পর্যায়ে জিআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। সম্প্রতি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজন গত ৫ এপ্রিল স্কুল চলাকালে ওই অঘটন ঘটায়। রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে হারদীতে ভর্তি করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় শাকিল খানের পিতা হারদী গ্রামের মুক্তি খান বাদী হয়ে বেশ কয়েকজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ আজবধি কাউকে গ্রেফতার করেনি। উপরন্তু চিকিৎসাধীন অবস্থায়ও শাকিলের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। এমতাবস্থায় গতকাল হারদী বাজারে শাকিলের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে অভিভাবক-গ্রামবাসী-শিক্ষক-শিক্ষার্থীরা। ওই সময় বিক্ষোভকারীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে পর্বতীতে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের তালার চাবি শিক্ষকদের নিকট হস্তান্তর করেছে।