বিকাশ এজেন্টে ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা হাতানোর সময় আটক ৩ : ধৃতদের দেয়া তথ্যে আরো একজন পাকড়াও

 

স্টাফ রিপোর্টার: ভুয়া ম্যাসেজ দিয়ে বিকাশ এজেন্টের নিকট থেকে ৫ হাজার টাকা তুলে হাতেনাতে ধরা পড়েছে তিনজন। এদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল চুয়াডাঙ্গা রেলবাজারের এক বিকাশ এজেন্টের নিকট ভুয়া ম্যাসেজ দিয়ে ৫ হাজার টাকা তুলে নিয়ে সটকে পড়ার সময় তিনজনকে ধরে পুলিশে দেয়া হয়। গতকাল সন্ধ্যায় তিনজনকে ধরে পুলিশে দেয়ার পর সদর থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। এদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেফতার করা হলেও পুলিশ তাদের পরিচয় গোপন রেখেছে। সূত্র বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন রয়েছে ফাতেমা প্লাজার একটি কম্পিউটারের দোকানের কর্মচারী। বাকি তিনজন একটি মাদরাসার ছাত্র। পুলিশ বলেছে, ভুয়া ম্যাসেজ দিয়ে বিকাশ এজেন্টের নিকট থেকে টাকা তুলে নিয়ে সটকে পড়া চক্রটি বেশ বড়। এদের হোতাদের ধরতেই ধৃতদের নাম ধাম গোপন রাখা হচ্ছে।