বিএনপি-জামায়াত সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট

সরোজগঞ্জ হোয়াট হাউজের সদস্যদের কালুপোল ও কিরণগাছিতে মহড়া : ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি

বকুল আহমেদ: চুয়াডাঙ্গার কালুপোল ও কিরণগাছি বাজারে সরকারদলীয় ক্যাডারেরা বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে হামলা-ভাঙচুর করেছে। এছাড়া বিএনপি-জামায়াত সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদানও করে তারা। গতকাল শনিবার রাত ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে এ ঘটনা ঘটে। এসময় তারা নগদ ৫ হাজার টাকাসহ ২০ হাজার টাকার মালামাল লুট করে বলে অভিযোগকারীরা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরোজগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজের সদস্য হাসানুজ্জামান মানিকের নেতৃত্বে ৫০-৬০ জন ক্যাডার ২৫-৩০টি মোটরসাইকেলযোগে সদর উপজেলার কালুপোল বাজারে যায়। এসময় তারা তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আখতার হোসেনের অফিস, বাবুল আক্তার, মোতাহার, রুহুল আমিন ও তাপসসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে নগদ টাকাসহ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় বিএনপি-জামায়াত সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদান করে। এরপর তারা কিরণগাছি বাজারে হামলা চালিয়ে বিএনপি কর্মীদের সমিতির অফিসসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে চলে যায়। তিতুদহ ইউপি চেয়ারম্যান আখতার হোসেন ও শঙ্করচন্দ্র ইউপি সদস্য টিটনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারদলীয় ক্যাডাররা প্রায়ই তাদের নেতা-কর্মীদের ওপর হামলা ও ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকেন্দার  আলী জানান, আমি ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।