বাল্যবিয়ে রুখে দেয়ার শপথ নিলো হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: বাল্যবিয়ে রুখে দেয়ার শপথ নিলো আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীরা। গত ৩১ মার্চ মুজিবনগরের ঐতিহাসিক আমবাগানে বাৎসরিক শিক্ষা সফরে গিয়ে প্রায় তিন শতাধিক মেয়ে এ শপথ গ্রহণ করে। আলমডাঙ্গা অঞ্চলের জনপ্রিয় প্রাক্তন ক্রীড়া শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেম ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে এ শপথবাক্য পাঠ করান। এসময় সকল ছাত্রীরা নিজে বাল্যবিয়ে না করার ও সহপাঠীদের বাল্যবিয়ে রুখে দেয়ার শপথ গ্রহণ করে। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুজিবনগরের ঐতিহাসিক ভূমিকা ও প্রথম অস্থায়ী সরকারের ভূমিকা সম্পর্কে সরেজমিন ঘুরে তথ্য সংগ্রহ করে তারা।

অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সমাজসেবক জিনারুল ইসলাম বিশ্বাস, প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি, মিসেস ইয়াকুব, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শোয়েব উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক শামীম আহমেদ, সিনিয়র শিক্ষক আলমঙ্গীর হোসেন, কোরবান আলী, আব্দুর রহমান প্রমুখ।