বাবু-সাইফুল ও হাসানের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বদরগঞ্জে মানববন্ধন

SAMSUNG DIGITAL CAMERA

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ দশমীতে নিরাপদ গ্রাম চাই, নিরাপদ সমাজ চাই স্লোগানে নেতৃবৃন্দ বাবু, সাইফুল ও হাসানের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দশমী গ্রামের হাফিজিয়া মাদরাসার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য খোজদেল হোসেন, বাবুর ভাই সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন, হাফিজুর রহমান, আরিফুল ইসলাম, আলী হোসেন, হাসমত আলী, মামুন, বারেক মণ্ডল, তোফাজ্জোল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ৩-৪ জন যুবকের কাছে গ্রাম ও সমাজ নষ্টের দিকে ধাবিত হচ্ছে। তারা অভিযোগ করেন- ভাটার ছেলে উৎপল কুমার, হোসেন আলীর ছেলে জামির হোসেন, জবেদ আলীর ছেলে রনি ও করিমের ছেলে বাবুল তারাই মূলত আমাদের গ্রামে শান্তিনষ্টকারী। তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।